কবিতাঃ তপেশ দাশগুপ্ত

 

স্বদেশ

 তপেশ দাশগুপ্ত
 

 
 
১.
 
সুশীল কথাটা কত আগে বলেছে স্বদেশ
তার কতপরে সমাজ হল

কাঁটাতার

বেড়া টপকিয়ে টপকিয়ে আসে পাখি
গড়াতে গড়াতে
পাখিদেরও কাঁটাতার হয়েছে


২.
 
মাথায় এত কিছু নিয়ে আমার ছাদে আসা
ফুর ফুর করে উড়ে যাবে কোথায়
তা না
টিপে টিপে চোখ দিয়ে বার করে দেওয়া
চোখ ব্যাথা ক'রে
চোখের উপরের হাড় ভুরু ঢেকে রয়েছে যাকে
বিস্তীর্ণ বনাঞ্চল খনিজ ঢেকে রাখে যেমন
তার ব্যাথা হয়েছে

 মূল পাতায় যান

 

Comments

  1. সুন্দর প্রকাশ।।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

সূচীপত্রঃ শারদ সান্ধ্য জলপাইগুড়ি

বাজারি গপ্পোঃ নিঝুম ঠাকুর