কবিতাঃ মুন্নী সেন

 

দুটি কবিতা

 
মুন্নী সেন 
 
 
বনের খেয়ে ঘরের মোষ তাড়াই 
এমনই উল্টোপ্রকৃতির হয়ে পড়েছি
লোকজন ভালো লাগে না 
আত্মীয়স্বজন ভালো লাগে না 
বন্ধুবান্ধব, প্রেমিকপ্রেমিকা তাও না 

একটা উল্টো হয়ে পড়ে থাকা শিউলিফুলের ব্যথা নিয়ে 
আজন্ম দাঁড়িয়ে আছি
একে একে সবাই পাল্টে নিচ্ছে পথ 
সমস্ত যতি সমস্ত শূন্যতা ঝরে পড়ছে বাইরে 
আর বুকের মধ্যে অনন্তকাল ধরে বাঁশি বেজেই চলেছে...

 
অনেককিছুই ঘটবে সাক্ষাতে, অনেককিছু আড়ালে 
পা থেকে মাটি বদলে হয়ে যাবে আগ্নেয়গিরি 
বাবার স্বাস্থ্য... মায়ের গয়না
বড় হওয়ার সাথে পাল্লা দিয়ে কমতে থাকবে 
অসতর্ক ভালোবাসায় কবিতাসম্ভবা শরীর 
গলায় আঙুল দিয়ে বমি... আবশ্যক ভাত ছড়িয়ে ফেলা
ইত্যাদি অনেককিছুই ঘটবে, মননে ও মগজে 
সিলিংফ্যান বারবার ওড়নার জন্যে প্রস্তাব দিতেই থাকবে
খবরদার, তুমি যেন থতমত খেয়ে পালিয়ে এস না

 

 মূল পাতায় যান

 
 
 
 
 
 
 
 

Comments

Popular posts from this blog

সূচীপত্রঃ শারদ সান্ধ্য জলপাইগুড়ি

বাজারি গপ্পোঃ নিঝুম ঠাকুর