কবিতাঃ সন্দীপন দত্ত
দুটি কবিতা
সন্দীপন দত্ত
অপঘাত ১
আরও বেশি ভালোবাসা দিয়ে
ক্ষতি করে যাব।
মাঝারি স্বপ্নের জীবনের গায়ে
একটি কাঁচা সুপারির মতো ক্ষত।
দাগ টানলেই বয়স বাড়ে,
আয়ু নেমে যায় কালির বেগে।
দুএকটা বানান ভুলের ওপর
কেটে দেওয়া সংশোধনের ছল।
অবাধ্য বেড়াল হয়ে উঠছ,
মন, তুমি দিনদিন যাচ্ছেতাই একটা কিছু...
আরও বেশি ঘন করে রাখি,
যেন আমি তোমার দোজখ হতে পারি।
অপঘাত ২
ঠিক করে বলো,
দূর থেকে ভেসে আসা কথা
দৈব মনে হয়;
তাই ঠিক ঠিক বলো—
কাল থেকে তবে নামিয়ে রাখি অনুভব।
ধীরে খুব ধীরে হয়ে উঠি অন্য ফলের গাছ।
বলে দিচ্ছি, ফুল শুধু প্রজনন ছুতো হয়ে যাবে।
চাও কি এই অস্থির সাফল্যের ভেতর,
বাড়ির জন্য কেমন করে ওঠা মন ফুরিয়ে যাক?
আর কেউ অচেনা মেয়েদের দেখে গান গেয়ে না উঠুক?
শাসনযন্ত্রে নিয়মিত তেল দেওয়া হবে।
তথাস্তু হয়ে গেলে, পরিবর্তে,
কান্নার গাছ হাতে, কথা দাও,
আমায় আরেকটু মাটি করে যাবে।
|
Comments
Post a Comment