Posts

Showing posts from September, 2022

মকদমপুর ... দিশারি ... কোর্টঃ শুভ্র মৈত্র

  মকদমপুর ... দিশারি ... কোর্ট শুভ্র মৈত্র       “ এই যে আপনাকে , হ্যাঁ আপনাকেই বলছি , আপনার জন্যই অপেক্ষা করছে মারুতি গাড়ি। নিয়ে যান , বৌদিকে চমকে দিন … মারুতি … মারুতি … মারুতি ”—- উফ , এমন করে বলে না , রাস্তার প্রতিটি মানুষ ঘুরে তাকাবেই। লোভ না জাগিয়ে ছাড়বে না! বাব লু অবশ্য আগেই দেখেছে , কয়েকদিন ধরেই হাঁকডাক শুনছে , “… প্রথম পুর স্কা র মারুতি , দ্বিতীয় পুর স্কা র হোন্ডা মোটর সাইকেল , তৃতীয় পুর স্কা র … ।” আর শুধু কি মাইকের ঘোষণা , রাস্তার উপরে তো খাড়া করেই রেখেছে সব পুর স্কা র। চকচকে , নতুন। প্যাসেঞ্জার নিয়ে যাতায়াতের পথে রোজ দেখছে। টিভিটা যত্ত বড় , ওর ঘরেই ঢুকবে না। আসলে আর কিছু না , বাব লু দ্যাখে শুধু ঐ লাল রঙের মোটর সাইকেলটা। রাজার মতো দাঁড়িয়ে আছে রাস্তায় , একদিকে আলগোছে ঘাড় বেঁকিয়ে। টায়ার গুলোও কতো মোটা। উফ , চালাতে যা লাগবে না! ভটভট ভটভট … । টোটোর হ্যান্ডেলে হাত রেখে বাব লু ফিরে যায় চেনা ছন্দে , “ মকদমপুর , দিশারী , হাসপাতাল , কোর্ট … । ” হাঁকতে থাকে। শালা , টোটো এত বেড়েছে রাস্তায় , প্যাসেঞ্জারই হয় না। উঠলেও ভাড়া নিয়ে কাঁইকিচির। ধ্যুস। আর ...

ছবিতে নারী এবং নারীর ছবিঃ শ্রেয়সী গঙ্গোপাধ্যায়

Image
  ছবিতে নারী এবং নারীর ছবি     শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এগারো "Post impressionists had changed human consciousness, forcing writers and painters into less certain, experimental efforts."  - Virginia Woolf, 1924. অন্তরমুদ্রাবাদ খুব শীঘ্রই পরিবর্তনের দিকে চলে যায় ।   এই পরিবর্তন আসলে একটা উত্তরণ । অন্তরমুদ্রাবাদ হতে উত্তর অন্তরমুদ্রাবাদ অর্থাৎ ১৮৮৫ - ১৯১০ সাল । ফরাসি শিল্পীদের মধ্যে অন্তরমুদ্রাবাদের স্বাভাবিকতাবাদকে সমর্থন করার যে প্রবণতা তা থেকে সরে আসতে থাকেন শিল্পীরা । ফলে উত্তর অন্তরমুদ্রাবাদের প্রবণতা দেখা যায় বিমূর্ততার দিকে বা রূপকায়নের দিকে । আর এই পরিবর্তনটাই উত্তর অন্তরমুদ্রাবাদ নামে পরিচিত ছবির ইতিহাসে । উত্তর অন্তরমুদ্রাবাদ এই অধ্যায়টি শনাক্ত করেন ১৯০৬ সালে রজার ফ্রাই । রজার ফ্রাই কিন্তু উত্তর অন্তরমুদ্রাবাদকে , অন্তরমুদ্রাবাদের বৃহত্তর রূপ হিসেবে দেখতে চেয়েছেন । যা তার পূর্ববর্তী দোষ - ত্রুটিগুলোকে সামলে নিয়ে প্রকাশ করবে নিজেকে আরো ব্যঞ্জনাময় রূপে । উত্তর অ...